বুধবার, সেপ্টেম্বর ২০, ২০২৩
কাউছার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষা বিভাগ ১৫ তম ব্যাচের আয়োজনে এডুকেশন সুপার লিগ (ফুটবল) ২০২৩ সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (২০ সেপ্টেম্বর, ২০২৩) টুর্নামেন্টের ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নেমেছে এডুকেশন সুপার লিগ-২০২৩ এর। এই টুর্নামেন্টে ফ্যালকনস অব ফিফটিন রানার্সআপ এবং অজেয় ১৬ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে শিক্ষা বিভাগের মোট ৪ টি ব্যাচ অংশ নেয়। আজকের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বিপ্লব মল্লিক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ওয়ালিউর রহমান আকন্দ, সহকারী অধ্যাপক ফাতেমা বেগম পপি, সহকারী অধ্যাপক সৈয়দ মো. সিয়াম এবং প্রভাষক শাহরিয়ার শফিক।
এদিকে আজ বিকেল ৫ টায় অজেয় ১৬ এবং ফ্যালকনস অব ফিফটিনের মধ্যে জমজমাট এক ফাইনাল উপভোগ করে শিক্ষার্থীরা। ম্যাচে অজেয় ১৬ ৩-১ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে ২ টি গোল করে ম্যাচসেরা হোন রিফাত হোসেন। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স এর জন্য টুর্নামেন্ট সেরা হয়েছেন অজেয় ১৬ এর মো. কাউছার আহমেদ। এডুকেশন সুপার লিগে সেরা গোলকিপার হয়েছেন মমিনুল ইসলাম।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক বলেন, 'শুরুতেই ফ্যালকনস অব ফিফটিন বা ১৫ তম ব্যাচকে ধন্যবাদ এমন একটি মনোমুগ্ধকর ফুটবল টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য। আজকে দুই দলই অসাধারন খেলেছে। চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দুই দলকেই অভিনন্দন। আমার মনে হয় খেলা দেখে আমাদের শিক্ষকদের সবারই আমাদের নিজেদের বিশ্ববিদ্যালয় জীবনের কথা মনে পড়েছে। এমন মেডেল, ট্রফি আমরাও পেয়েছিলাম। আমি চাই বিভাগের এই ফুটবল টুর্নামেন্টের ধারা ১৬ তম ব্যাচ অব্যাহত রাখবে। টুর্নামেন্টটি সম্পন্ন করতে পরিশ্রম করা সবাইকে আন্তরিক ধন্যবাদ।'
আয়োজক ব্যাচের প্রতিনিধি এবং রানার্সআপ দলের ক্যাপ্টেন সাদিদ আব্দুল হক বলেন, ' শুরুতেই শিক্ষা বিভাগের আমাদের প্রিয় শিক্ষকগনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাঁদের দিকনির্দেশনা ছাড়া এই সুপার লিগ আয়োজন করা সম্ভব হতো না। একই সাথে ১৪ তম, ১৫ তম, ১৬ তম এবং ১৭তম ব্যাচকে ধন্যবাদ আমাদের এই টুর্নামেন্ট সফল করতে সহায়তা করার জন্য। সবার উৎসাহ এবং সাহায্য ছাড়া এটি আয়োজন করা সম্ভব হতো না। সবার প্রচেষ্টায় আমরা সফলতার সাথে বিভাগে প্রথম কোন টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হয়েছি। আশা করি পরবর্তী ব্যাচগুলো এই ধারা অব্যাহত রাখবে।'
এমআই