সিদ্ধার্থ চক্রবর্তী, বাকৃবি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখা বিক্ষোভ মিছিল করে।
আজ বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) দুপুর দেড়টায় মিছিলটি জব্বারের মোড়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অফিস থেকে শুরু হয়ে কে আর মার্কেট হয়ে অনুষদীয় ভবনগুলো প্রদক্ষিণ করে ছাত্র বিষয়ক বিভাগের সামনে এসে শেষ হয়। পরে এ বিষয়ে ছাত্র বিষয়ক বিভাগে একটি স্বারক লিপি প্রদান করা হয়।
মিছিলে বক্তারা জানান, এ বছরের ২৭ জুলাই অনুষ্ঠিত ডিন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সকল অনুষদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফর্মের মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে । যা পূর্বে অনুষদ ভেদে ১০, ২০, ২৫, ৩০ টাকা ছিলো। কৃষি অনুষদ ব্যতীত সকল অনুষদেই এই সিদ্ধান্ত কার্যকর হয়। ভেটেরিনারি অনুষদে ফর্মের মূল্য আরো বৃদ্ধি করে ৬০ টাকা নির্ধারণ করা হয়।
তারা আরও বলেন, বিভিন্ন অনুষদের ডিন ও ডিন অফিসের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। কিন্তু তারা বিভিন্ন খাতে এই অর্থের প্রয়োগের কথা বলেন, যার কোনো লিখিত বিধান নেই এবং এর মাধ্যমে নিয়মের অস্বচ্ছতা প্রকাশ পেয়েছে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে যখন সাধারণ মানুষের জীবন দুর্বিষহ, মানুষ না খেয়ে থাকছে, সে জায়গায় আরোপিত এই বর্ধিত ফি শিক্ষার্থীদের ওপর অর্থনৈতিক ও মানসিক চাপ সৃষ্টি করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেন, অনুষদগুলোর ছাত্র সমিতির আবেদনের প্রেক্ষিতে ফরমের মূল্য বৃদ্ধি করা হয়েছে। ছাত্র সমিতি হলো ছাত্রদের প্রতিনিধি। তাদের কার্যক্রম পরিচালনার জন্য এই অর্থ ব্যয় হয়। তাদের আবেদনের প্রেক্ষিতে অনুষদের ডিন সভার মাধ্যমে ফরমের মূল্য বৃদ্ধি করেছেন।
এমআই