সামিউল আলিম, যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগে ল্যাবরেটরি অফ ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি এন্ড বায়োইনফরমেটিক্স(এলপিবিবি) এর নবনির্মিত ল্যাব উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন লাল ফিতা কেটে এলপিবিবি ল্যাবের উদ্বোধন ঘোষণা করেন। এরপর নবনির্মিত ল্যাবটি তিনি ঘুরে ঘুরে পরিদর্শন করে দেখেন এবং এমন অত্যাধুনিক ল্যাবটি শিক্ষার্থীদের কল্যাণ বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
নতুন নতুন গবেষণার সুযোগ, ওষুধ আবিষ্কার, ভেটেরিনারি বিজ্ঞান, ফসলের উন্নতি, ফরেনসিক আরও অনেক ক্ষেত্রে সাহায্য করবে এই ল্যাব।বায়োইনফরমেটিক্সকে কাজে লাগিয়ে জিন শনাক্ত করণ এবং টীকা আবিষ্কার,জিন প্রকাশের ধরণগুলি বিশ্লেষণ করতে এবং প্রজাতি জুড়ে জিনোমের তুলনা করতে ব্যবহার করা হয়। এছাড়া ড্রাগ ডিজাইন, নতুন ড্রাগ মডেল এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কাজে গবেষণা করতে ব্যবহার করা হবে ল্যাবটি।
এবিষয়ে জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল হাসান বলেন, বায়োটেকনোলজি একটি গবেষণাধর্মী সাবজেক্ট। এ বিভাগের শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে চাইলে থিউরির সাথে সমান গুরুত্ব দিয়ে গবেষণা শিখাতে হবে। তারই বাস্তব রুপ দিতে ও গবেষণায় অগ্রগতির লক্ষ্যে শিক্ষকতার সাথে সাথে দেশি-বিদেশী বিভিন্ন অর্গানাইজেশনে গবেষণা প্রকল্প জমা দিয়ে থাকি। ফলশ্রুতিতে, আজকে জিইবিটি বিভাগে ড্রাগ ডিজাইন ও ডিস্কাভারি বিষয় গবেষণা করার জন্য ল্যাবটি উদ্বোধন করা হলো।
এসময় উপস্থিত ছিলেন- যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আশরাফুজ্জামান জাহিদ, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. কিশোর মজুমদার, এফএমবি বিভাগের অধ্যাপক ও শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক ড. সিরাজুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এমআই