রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত(নারী ক্যাটাগরিতে) হয়েছে রাজীবপুর উপজেলার ধূলাউড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিপ্লবী আক্তার।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর আওতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক,শিক্ষিকা, বিদ্যালয়,ব্যাক্তি, প্রতিষ্ঠান ও এর কর্মচারীরা এই পুরষ্কার পান।
শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হওয়ার জন্য শিক্ষকদের বাৎসরিক কর্মদক্ষতা শিক্ষাদানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব বজায় রাখা, নেতৃত্বদানসহ অভিনব পদ্ধতিতে শিক্ষাদানের অভিজ্ঞতা বিবেচনা করা হয়।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বিপ্লবী আক্তার'কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা প্রশাসন সহ শিক্ষা অনুরাগী ব্যাক্তিরা।
বিপ্লবী আক্তারের সাথে মুঠোফোন কথা হলো তিনি বলেন, ‘এটি আমার তথা পুরো উপজেলার জন্য সম্মানের। আমি অভিভূত এই সম্মান অর্জন করতে পেরে। স্কুলের শিক্ষার্থী,সহকর্মী শিক্ষক,বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও উপজেলা শিক্ষা অফিসার সহ পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এলাকাবাসীসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে তিনি আরও বলেন, এই সাফল্যের ধারাবাহিকতা যেন বজায় রাখতে পারি।
রাজীবপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ফরহাদ হোসেন জানান, বিপ্লবী আক্তারের এই সাফল্য আমাদের জন অনুপ্রেরণা তাকে সঠিক মূল্যায়ন করার জন্য তিনি সংশ্লিষ্ট কতৃপক্ষকে ধন্যবাদ জানান।
এসজে/আরইউ