দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি :
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে “বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ” গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচী পালন করা হয়েছে ।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সন্ধ্যা পর্যন্ত শহরের পৌর উন্মক্ত মঞ্চে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার বিশ্বাস পল্টু, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস, সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ির আহবায়ক সরোজ কান্তি বিশ্বাস খোকন, মহিলা ঐক্য পরিষদের আহবায়ক শিপ্রা বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হেমন্ত বিশ্বাস, অর্জুন বিশ্বাস, রাজনৈতিক বিষয়ক সম্পাদক নিধুল বালা, সহ-রাজনৈতিক বিষয়ক সম্পাদক সুশান্ত হীরা, সাংগঠনিক সম্পাদক তরুন বাকচী লিটু, বাদল মল্লিক, প্রচার সম্পাদক অসীম বিশ্বাস, মুকসুদপুর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমীর বিশ্বাস, কোটালীপাড়া ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মিলন বাড়ৈ’সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ২০১৮ সালে নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকারী দলের প্রশ্রুতিসমূহ সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের বাস্তবায়ন, সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি করেন।
এমআই