ফাহিম হোসেন, ঢাবি প্রতিনিধি:
কক্সবাজারের লোকজ সংস্কৃতি-ঐতিহ্য, লোকগীতি ও খাবার তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন ডাচ্ চত্ত্বরে পর্যটন মেলা আয়োজন করবে কক্সবাজার স্টুডেন্স ফোরাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটি। মেলাটি ২৪ ও ২৫ সেপ্টেম্বর সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে বলা হয়, পর্যটন নগরী কক্সবাজারের লোকজ ঐতিহ্য-সংস্কৃতি, লোকগীতি, ঐতিহ্যবাহী খাবার এবং পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে জাতীয় পরিমন্ডলে তুলে ধরার প্রয়াসে পর্যটন মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় হোটেল, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর ও কক্সবাজার ঐতিহ্যবাহী পণ্যের ১৪ টি স্টল থাকবে।'
এতে লিখিত বক্তব্য পাঠ করেন কক্সবাজার স্টুডেন্ট ফোরাম ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম বাপ্পি। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্টুডেন্ট ফোরামের সভাপতি রাশেদুল রহমান রাসেল, ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির সভাপতি আশরাফুল ইসলাম নাহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ট্যুর অপারেটর গ্রুপ অব কক্সবাজারের (ট্যুয়াক) সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কবির পাশা এবং পর্যটন বিষয়ক সম্পাদক তওহিদুল ইসলাম তোহা।
এমআই