সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
দিনব্যাপী নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিভাগের সাবেক সহস্রাধিক শিক্ষার্থী প্রথমবারের মতো মিলিত হয়েছেন তাদের সাবেক শিক্ষায়তনে। পুনর্মিলনীতে অংশ নিতে একদিন আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে এসে উপস্থিত হন প্রাক্তন শিক্ষার্থীরা।
দীর্ঘদিন পর যৌবনের সেই স্মৃতিঘেরা সবুজ ক্যাম্পাসে ফিরে তারা ভেসে গিয়েছিলেন স্মৃতির সাগরে। বিশ্ববিদ্যালয় জীবনের সেই বন্ধুদের আবার কাছে পেয়ে আবেগে জড়িয়ে ধরে কুশল বিনিময়, আড্ডা আর দুষ্টুমিতে ফিরে গিয়েছেন অতীত জীবনে। বন্ধু, অগ্রজ ও অনুজরা একসাথে গল্প, হাসি আনন্দ আর যৌবনের সেই কোলাহলমুক্ত সেই সোনালী অতীতের স্মৃতি রোমন্থনে কাটিয়েছেন মধুময় আনন্দঘন একটি দিন। পাশাপাশি স্মৃতির পাতায় দিনটিকে স্মরণীয় করে রাখতে অনেকেই ব্যস্ত ছিলেন ছবি ও সেলফি তোলায়। কেউবা আবার প্রিয়জনদের সাথে নিয়ে ঘুরে অবলোকন করেছেন সেই চিরচেনা ক্যাম্পাসের রূপসৌন্দর্য্য।
বিভাগের এক সাবেক শিক্ষার্থী তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, 'অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হয়েছে এটা অনেক আনন্দের এবং আবেগ ও উচ্ছ্বাসের। আজকের এই দিনটি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।'
এদিকে সকাল ১০টায় আনন্দ র্যালির মধ্য দিয়ে শুরু হয় পুনর্মিলনীর আনুষ্ঠানিক কার্যক্রম। র্যালিটি অনুষদ ভবনের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সাবেক-বর্তমান সকলের মাঝে লক্ষ্য করা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শোভাযাত্রা শেষে মিলনায়তনে পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে পুনর্মিলনী উদযাপন কমিটি-২০২৩ এর আহ্বায়ক ও আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ এ এন এম এরশাদ উল্লাহ এবং বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক ড. আ খ ম ওয়ালীউল্লাহ।
এছাড়াও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার ও শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিভাগটির অন্যান্য শিক্ষক ও সহস্রাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, 'আপনারা আল হাদিসের ছাত্র যুক্তির জোরে হাদিসের মানবিক সমাজব্যবস্থাকে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমরা শুধু চাকরির করব না বরং আমরা চাকরি দিব। যদি বর্তমান এই চতুর্থ শিল্পবিপ্লবের সাথে খাপ খাইয়ে নিতে পারেন তাহলে অন্যদের থেকে কয়েকগুন এগিয়ে থাকবেন। আপনারা একটি শক্তিশালী অ্যালামনাই গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন।'
এছাড়াও অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য সচিব ও বিভাগের অধ্যাপক ড. আ হ ম নুরুল ইসলামের উপস্থাপনায় সাবেক শিক্ষার্থীদের মধ্য থেকে অধ্যাপক ড. আবুল কাশেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল হামিদ, বিভাগের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী অধ্যাপক ড. মুজাহিদুর রহমান বক্তব্য রাখেন।
পরে বিকাল ৩টায় অ্যালামনাইদের কমিটি গঠন, অ্যালামনাইদের অনুভূতি প্রকাশ ও স্মৃতিচারণ পর্ব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান।
এমআই