নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পিস মাছ-মাংস বিক্রির কাজ শুরু করে মাত্র কয়েকদিনে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ। তার কাছ থেকে এক টুকরো মাছ, মাংস, কলিজা কিনতে পারছে ক্রেতারা। তরুণ এই উদ্যোক্তা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী মো. সাগর ইসলাম।
সাগরের শুরুটা ছিল বেশ কঠিন। ‘এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজার’ নামে ফেসবুকে পেজ খুলে নানা নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছিলেন। আবার অনেকে তার এমন কাজকে সাধুবাদ জানিয়েছিল।
সাগর বলেন, আমি যখন পেজ খুলি এটা নিয়ে অনেকে হাসিঠাট্টা করেছে আবার অনেকে উৎসাহ দিয়েছে। কিন্তু আমি মন থেকে চেয়েছিলাম অন্যদের থেকে ভিন্ন কিছু করতে। যেন রাজশাহীতে আমার মত শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খণ্ডকালীন কাজের সুযোগ তৈরি হয়।
এরই মধ্যে সাগরের এই সেবা রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী নগরীর নানা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। পেইজে পছন্দের পণ্য, পরিমাণ, ক্রেতার নাম, লোকেশন এবং ফোন নাম্বার লিখে এসএমএসের মাধ্যমে অর্ডার করলেই তা পৌঁছে দেন সাগর। ঠিকানা : অক্ট্রয় মোড়, কাজলা, রাজশাহী
এমআই