রাকিবুল ইসলাম, ডিআইইউ প্রতিনিধি:
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সিএসই বিভাগের ৫২, ৫৩ এবং ৫৪ ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ.টি.এম. মাহবুবুর রহমান সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, বিওটি এর ভাইস চেয়ারম্যান ড. এস. কাদির পাটোয়ারী, সিএসই বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. হাফিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন মোঃ হাসান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার প্রফেসর মোঃ রফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, গবেষণা ও প্রকাশনা সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক মোঃ আব্দুল বাসদ, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তাহজিব উল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ বেলালী, সহকারী অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম সহ বিভাগটির সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
সময় জার্নাল/এলআর