নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অর্থনৈতিক ও জিও পলিটিক্যাল গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যুরো অব ইকোনোমিক রিসার্চ সেন্টারের (এনবিইআর) উদ্ধোধন করা হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং বিভাগে কেক কেটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলা শুরু হলো এনবিইআরের।
এ সময় উপস্থিত ছিলেন, এনবিইআর’র চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক পারভেজ, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষকবৃন্দ প্রমুখ।
উদ্ধোধন অনুষ্ঠানে এনবিইআর’র চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক পারভেজ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যুরো অব ইকোনোমিক রিসার্চ সেন্টারের (এনবিইআর) উদ্বোধনের মধ্য দিয়ে এক নতুন দিগন্তের সূচনা ঘটেছে। ফলে বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ছাত্র-শিক্ষকরা গবেষণার সুযোগ পাবেন।
এসজে/আরইউ