মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে গত কয়েকদিনের টানাবর্ষণে পুনর্ভবা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। সোমবার এই নদীর পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে নদীর তীরবর্তি নিম্নাঞ্চলে নদীর পানি প্রবেশ করেছে।
দিনাজপুর জেলার উপর দিয়ে প্রবাহিত ২১টি নদীর মধ্যে পুনর্ভবা নদী ও আত্রাই নদী শহরতলী দিয়ে প্রবাহিত। জেলা শহরের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত পূনর্ভবা নদীর পানি ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করে করেছে।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান জানান, পুনর্ভবা নদীর পানি সোমবার (২৫ সেপ্টেম্বর-২০২৩) দুপুর থেকে বিপদসীমার ৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দিনাজপুরে গত ২৪ ঘন্টায় ১৯১ (একশত একানব্বই) মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। তবে এর মধ্যে বৃষ্টিপাত না হলে নদীর পানি কমে যাবে বলে তিনি জানান।
দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ পানিবন্দী এলাকাগুলো পরিদর্শন করেছেন। এ সব এলাকা পরিদর্শনের পাশাপাশি ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বলে জানান জেলা প্রশাসক শাকিল আহমেদ।
এমআই