শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের 'সাংগঠনিক গতিশীলতা' বৃদ্ধির লক্ষে ১০ জন ছাত্রলীগ নেতাকে সমন্বয়ক উল্লেখ করে আগামী ১০ দিনের মধ্যে কর্মীসভা আয়োজনের নির্দেশ দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মীসভা আয়োজনের এ নির্দেশ দেওয়া হয়।
কর্মীসভা আয়োজনের সমন্বয়ক কমিটিতে রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি কোহিনূর আক্তার রাখি, সহ সভাপতি মো. সুমন খলিফা, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ইউনুস, গণশিক্ষা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান লিখন, ছাত্রবৃত্তি সম্পাদক দিদার মাহমুদ আব্বাস, মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাহিদুল ইসলাম শাকিল, উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন পারভেজ, উপ-অটিজম বিষয়ক সম্পাদক আনোয়ারুল কবীর দিপু, সহ-সম্পাদক আতিকুর রহমান মজুমদার।
এর আগে চলতি বছরের ৬ মার্চ বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ হওয়া, সাংগঠনিক নিষ্ক্রিয়তা, শৃংখলা হীনতা, গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকার কারণে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি (ইলিয়াস-মাজেদ) বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।
এমআই