সময় জার্নাল ডেস্ক :
আবৃত্তি সংগঠন ‘বাংলা আমার’ এর আয়োজনে মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় ঢাকার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির শিরোনাম ছিল ‘সাঁঝের আলোয় ভালোবাসা’। দীর্ঘ করোনাকালের সমাপ্তি ক্ষণে খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে আবৃত্তির মাধ্যমে মানুষের মনকে সতেজ করে তোলে এই আয়োজনটি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য আবৃত্তিশিল্পী ও ব্যক্তিরা। এতে বাংলাদেশের প্রায় ৪০ জন আবৃত্তিশিল্পী আবৃত্তি পরিবেশনা করেছেন। তাদের মধ্যে অন্যতম মীর বরকত, মাসকুর-এ-সাত্তার কল্লোল, শাহাদাৎ হোসেন নিপু, আহসান উল্লাহ তমাল, মাসুম আজিজুল বাসার, আবু নাসের মানিক, মুনা চৌধুরী, লুলুয়া ইসহাক মুন্নী, পলি পারভিন এবং ‘বাংলা আমার’ এর কর্ণধার মেহেদী হাসান আকাশ।
উল্লেখ্য, বাংলা ভাষা, সংস্কৃতি, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বাচিক শিল্পকে হৃদয়ে ধারণ করে বাংলা আমার দির্ঘদিন ধরে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় এবারের আবৃত্তি সন্ধ্যা ‘সাঝের আলোয় ভালোবাসা’। সময়ের সাথে তাল মিলিয়ে ‘বাংলা আমার’ নিরন্তর কর্ম চেষ্টার মাধ্যমে মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চায় তার স্বপ্নচূর্ড়ায়। আবৃত্তিকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়াই ‘বাংলা আমার’ এর মূল উদ্দেশ্য।
জার্নাল/ই.এইচ