সময় জার্নাল ডেস্ক:
সারাদেশে মাদকের মতো ফেসবুকে আসক্তিও এখন ভয়াবহ। যা চিন্তাশীল প্রজন্মের জন্য অত্যন্ত ক্ষতিকর। আবার অনেকে আছেন ক্যারিয়ার নিয়ে ব্রিভ্রান্তির মধ্যে।
এসব বিবেচনায় আগামীকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) “আসক্তির ভয়াবহতা ও ক্যারিয়ারে বিভ্রান্তি: সমাধান যে পথে” বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াইশ শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজকরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার সময় জার্নাল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিধির আসন অলংকৃত করবেন, নজরুল ইসলাম খান (এনআই খান), কিউরেটর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ও সাবেক শিক্ষা ও আইসিটি সচিব ডিজি/এডিজি- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বিশেষ অতিথি নুর মোহাম্মদ, সাবেক সংসদ সদস্য ও প্রেসিডেন্ট দ্যা বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশন খবির উদ্দিন আহমেদ, প্রেসিডেন্ট ট্রিয়াব ও উপদেস্টা দ্যা বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশন । মঞ্চে আরও থাকবেন রফিকুল ইসলাম রলি জেনারেল সেক্রেটারি, দ্যা বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর কর্মশালাকে চারটি সেশনে ভাগ করা হয়। সেগুলো হচ্ছে:
• মাদকে কেন আসক্ত হয় এবং পরিত্রাণের উপায়
• ডোপ টেস্ট কি, কেন জরুরী
• ক্যারিয়ার কাউন্সিলিং এবং ক্যারিয়ার গাইড লাইন
• ইন্টারনেট আসক্তি এবং রক্ষার উপায়
প্রত্যেকটি সেশনের পর কুইজ এর আয়োজন করেছে সময় জার্নাল। সকলের জন্য রয়েছে আকর্ষনীয় পুরস্কার ও গিফট আইটেম।
সময় জার্নাল/এলআর