মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুর পৌরশহরের ফেরিঘাট বাইপাস এলাকায় জমি জবরদখলের প্রতিবাদে ও আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পুত্তলিকাদহ করেছে এলাকাবাসী।
শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের ফেরিঘাট বাইপাস মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অভিযুক্ত জাকিরুল ইসলাম জনি ছনকান্দা গ্রামের ছরোয়ার হোসেনের ছেলে। সে পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
মানববন্ধনে ভুক্তভোগী মোঃ তাপস আহমেদ বলেন, জাকিরুল ইসলাম জনি আমার দোকান ঘর ভাড়াটিয়া ছিলেন। অন্যের জমি জবরদখল করে কিছু টাকা হয়েছে আর এই টাকার গরমে আমার পৈতৃক সূত্রে পাওয়া ছনকান্দা ফেরিঘাট আয়েশা ফিলিং স্টেশন সংলগ্ন সাতপাকিয়া মৌজায়-১১২২, ১১২৩,নং দাগে ১৫ শতাংশ জমির একাংশ জোরপূর্বক দখল করতে চাই।
এরই ধারাবাহিকতায় গত ২৭ সেপ্টেম্বর দুপুরে দেশীয় অস্ত্রে সজ্জিত ১৫ থেকে ২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী এনে তাদের নিজস্ব বেকু দিয়ে আমার দোকান ঘরে ভাংচুর ও লুটপাট করে। আমরা তাদের বাঁধা দিতে গেলে জনি ও তার সন্ত্রাসী বাহিনী আমিসহ আমার পরিবারের উপর হামলা চালিয়ে আহত করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী তাপস আহমেদের স্ত্রী মোছাঃ সীমা বলেন, এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করি। ঐ অভিযোগের ভিত্তিতে জনিসহ ঘটনায় জড়িত ২জন কে আটক করে জামালপুর সদর থানা পুলিশ। তাকে আটকের পর থেকে আমাকে ও আমার পরিবার কে ভূমিধস্যু বাহিনীর সদস্যরা বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
এই ঘটনার একমাত্র এজাহার নামীয় একমাত্র আসামি ভূমিদস্যু জাকিরুল ইসলাম জনির কঠিন শাস্তি ও হামলায় জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তির আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
সময় জার্নাল/এলআর