নিজস্ব প্রতিবেদক:
বিএনপি এই সরকারকে অবৈধ বলে থাকে। তাহলে তাদের নেত্রী খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য সরকারের কাছে কেন বারবার আবেদন করা হয়, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কৃষক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছেন। তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য দলের পক্ষ থেকে বারবার আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করে আসছে সরকার।
সম্প্রতি খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা এই আবেদনের ওপর আগামীকাল রোববার (১ অক্টোবর) আইন মন্ত্রণালয় মতামত দেবে।
এদিকে খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হলে আবার কারাগারে গিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে ভয়েস অব আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজপথ দখল করার কোনো অধিকার বিএনপির নেই উল্লেখ করে কৃষক লীগের সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা আগুন দিতে আসবে তাদের হাত পুড়িয়ে দেওয়া হবে।
এমআই