শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

নোবিপ্রবি ছাত্রলীগের কর্মীসভা মঙ্গলবার

রোববার, অক্টোবর ১, ২০২৩
নোবিপ্রবি ছাত্রলীগের কর্মীসভা মঙ্গলবার

কাউছার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( নোবিপ্রবি) শাখা ছাত্রলীগের কর্মীসভা আগামী মঙ্গলবার(৩ অক্টোবর)
অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম এ কর্মীসভা অনুষ্ঠিত হবে।  

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মী সভার তারিখ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'স্মার্ট বাংলাদেশ' গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  শাখার কর্মীসভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্রলীগের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখায় ১০ দিনের মধ্যে কর্মীসভা আয়োজনের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল