নিজস্ব প্রতিবেদক:
ন্যাশনাল ব্যুরো অব ইকোনোমিকস রিসার্চ (এনবিইআর) এর চেয়ারম্যান গরীববান্ধব অর্থনীতিবীদ অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজের সহায়তায় সফলভাবে সম্পন্ন হলো ইন্টারনেট আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে দিনব্যাপী কর্মশালা। অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আড়াইশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
(২৯ সেপ্টেম্বর) শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে “আসক্তির ভয়াবহতা ও ক্যারিয়ারে বিভ্রান্তি: সমাধান যে পথে” শীর্ষক দিনব্যাপী এ কর্মশালা আয়োজিত হয়।
কর্মশালায় অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীদেরকে টি-শার্ট উপহার দেনন্যাশনাল ব্যুরো অব ইকোনোমিকস রিসার্চ এর চেয়ারম্যান গরীববান্ধব অর্থনীতিবীদ অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ। অধ্যাপক পারভেজের টি-শার্ট পরে উচ্ছ্বসিত ছিল শিক্ষার্থীরা।
গোপালগঞ্জ থেকে আসা শিক্ষার্থী মেহেদী সাকিব বলেন, পারভেজ স্যারকে সবসময় টিভিতে টকশোতে দেখি। এখানে এসে তার উপহার পেয়ে ভালো লাগছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত বলেন, সবাই একই ধরণের টি-শার্ট পরে আছি ব্যাপারটা ভালো লাগছে। প্রফেসর পারভেজ স্যারকে ধন্যাবাদ এমন উদ্যোগ নেয়ার জন্য।
উদ্বোধনী অনুষ্ঠানের পর কর্মশালাটি চারটি সেশনে পরিচালিত হয়। সেগুলো হচ্ছে:
১) মাদকে কেন আসক্ত হয় এবং পরিত্রাণের উপায়,
২) ডোপ টেস্ট কি, কেন জরুরী,
৩)ক্যারিয়ার কাউন্সিলিং এবং ক্যারিয়ার গাইড লাইন এবং
৪)ইন্টারনেট আসক্তি এবং রক্ষার উপায়।
উল্লেখ্য, সারাবছর ধরেই শিক্ষা ও সামাজিক কাজের সাথে নিজেকে জড়িত রাখেন অধ্যাপক পারভেজ। বয়সকে তুড়ি দিয়ে উড়িয়ে তিনি এখনো জ্ঞানের মশাল জ্বালিয়ে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন গরীব মানুষের জন্য। দেশের আনাচে-কানাচে ছড়িয়ে দিচ্ছেন জ্ঞানের আলো। সবসময় পাশে থাকছেন অসহায় মানুষের, কাজ করে যাচ্ছেন সুষম সমাজ বিনির্মাণে।
এমআই