ঢাবি প্রতিনিধি:
প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবার সংঘর্ষে জড়ান ঢাকার সরকারি মাদ্রাসাই আলিয়া শাখা ছাত্রলীগের সভাপতি মুরাদ হোসাইন ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বরকতের অনুসারীরা। এর জের ধরে মাদ্রাসার আল্লামা কাশগরী রহ. হল ও শহীদ ইব্রাহীম হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার অধ্যক্ষ মুহাম্মদ আবদুর রশীদ ও ভারপ্রাপ্ত হল সুপার মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক নোটিশে এ ঘোষণা দেওয়া হয়।
নোটিশে বলা হয়, 'এতদ্বারা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার আল্লামাহ কাশগরী রহ. হল ও শহিদ ইব্রাহিম হলে অবস্থানরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ হলে উদ্ভূত অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক অনির্দিষ্ট কালের জন্য হল বন্ধ ঘোষণা করা হলো। সকাল ৮টার মধ্যে সকলকে হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হলো।'
এদিকে মেয়াদ উত্তীর্ণ হওয়া অধ্যক্ষ স্বাক্ষরিত এক নোটিশে ঢাকা আলিয়া সাংবাদিক সমিতি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে সুষ্ঠু তদন্তের স্বার্থে সেদিন হলে অবস্থানকারী ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার দিতে আহ্বান করেছে তদন্ত কমিটি। অধ্যক্ষ মুহাম্মদ আবদুর রশীদ স্বাক্ষরিত এক ভিন্ন নোটিশে এ তথ্য জানানো হয়৷
নোটিশে বলা হয়, 'সরকারি মাদ্রাসাই আলিয়া, ঢাকার আল্লামা কাশগরী রহ. হল ও শহিদ ইব্রাহীম হলে ২৯ সেপ্টেম্বর রাত ৩টায় ঘুমন্ত ছাত্রদের উপর বর্বরোচিত হামলা, হলে ভাঙ্গচুরসহ সংঘঠিত ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে উক্ত রাতে হলে অবস্থানকারী ভুক্তভোগী শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীদের সোমবার (২ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসার ১১৩ নম্বর কক্ষে সাক্ষাতকার গ্রহণ করা হবে। যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত হয়ে সত্য উদ্ঘাটনে তদন্ত কমিটিকে সহায়তা করার জন্য বলা হলো।'
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার কক্টেল বিস্ফোরণ, রামদা, লাঠি ও পিস্তল নিয়ে ছাত্রলীগের মাদ্রাসা শাখার দুই পক্ষের অনুসারীরা সংঘর্ষে জড়ান। সংঘর্ষে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় শাখা কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগ এ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে।
এমআই