মোঃ ফরিদুল ইসলাম, সিকৃবি প্রতিনিধি:
“সপ্তকের গানে” মাতোয়ারা হলো সিকৃবি। বিশ্ববিদ্যালয়ের একমাত্র মিউজিক্যাল সংগঠন মেট্রোনোমের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে "সপ্তকের গান" শিরোনামে তাদের পরিবেশনায় হয়ে গেল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রবীন্দ্র সঙ্গীত,নজরুল সঙ্গীতস বিভিন্ন ব্যান্ডের ১৬টি গান পরিবেশন করা হয়।
সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সংগঠনটির সাধারণ সম্পাদক ফারদিন শাহরিয়ারের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ আতিকুজ্জামান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ও কেক কেঁটে সংগঠনটির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন ।
এসময় তিনি বলেন, "প্রধান অতিথি হিসেবে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করায় ভীষণ ভালো লাগছে। আমাদের শিক্ষার্থীরা শিক্ষা এবং সংস্কৃতিতে এগিয়ে যাক সেটাই আমাদের কামনা ।"
মেট্রোনোমের সভাপতি ফাতিন মুবাররত অলিক বলেন, প্রথমে মনে হয়েছিল আমরা সফলভাবে অনুষ্ঠান করতে পারবোনা কিন্তু আপনাদের উৎসাহ ও উদ্দীপনায় তা করতে সক্ষম হয়েছে । সকালে সহযোগিতা পেলে আমরা ভবিষ্যতে এর চেয়েও বড় অনুষ্ঠান আয়োজন করতে পারবো ।
এবং সাধারন সম্পাদক ফারদিন শাহরিয়ার বলেন, “আমরা সফলভাবে প্রোগ্রাম সম্পন্ন করতে পেরে খুবই আনন্দিত। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমাদের পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা। আমরা ভবিষ্যতে আরো বড় প্রোগ্রাম করতে চাই এবং আপনাদের সকলের সহায়তা চাই। “
উচ্ছসিত শিক্ষার্থীরা বলেন, “বিশ্ববিদ্যালয়ে প্রতিনিয়ত ক্লাস পরীক্ষা লেগেই থাকে , এ ধরনের প্রোগ্রামকে খুব মিস করতাম ।পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের মেধা বিকাশে ও বিভিন্ন অপকর্ম থেকে দূরে থাকতে সাহায্য করে ।“
এমআই