সময় জার্নাল প্রতিবেদক, ঢাকা:
দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় আলোচনায় আসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখবে দুদক।
২০ মে (বৃহস্পতিবার) দুদকের প্রধান কার্যালয়ে কমিশনার জহিরুল হক সাংবাদিকদের এ কথা বলেনা
স্বাস্থ্য বিভাগের কাজী জেবুন্নেছার বিরুদ্ধে অনিয়মের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে দুদক কমিশনার বলেন, সুনির্দিষ্ট তথ্য এলে আমরা খতিয়ে দেখব। এমনি বললে হবে না। এখানে এত বিঘা ও বিদেশে এত সম্পত্তি এটা বললে হবে না। জমি থাকলে কোন জায়গায়, টাকা কোন হিসাবে, এ রকম সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে আমরা খতিয়ে দেখব।
রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রাখা অবস্থার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক নারী তার গলা চেপে ধরছেন। প্রথম দিকে গুঞ্জন ওঠে রোজিনার গলা চেপে ধরা ওই নারী অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা। পরে অবশ্য জানা যায় ওই নারী স্বাস্থ্য সেবা বিভাগের আর্থিক ব্যবস্থাপনা ও অডিট অনুবিভাগের অফিস সহায়ক মাকসুদা সুলতানা পলি। তবে ওই ঘটনায় কাজী জেবুন্নেসাও রোজিনাকে হেনস্তা করেছেন বলে অভিযোগ করেছেন রোজিনার স্বামী মনিরুল ইসলাম মিঠু।
সময় জার্নাল/এমআই