মাহবুবুল আলম রিপন (ধামরাই উপজেলা প্রতিনিধি):
ধামরাই প্রেসক্লাবের দ্বি বার্ষিক (২০২৪-২০২৫) নির্বাচনে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছে আব্দুর রশিদ তুষার এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের নির্বাচিত হয়েছে।
শনিবার ৪ টার পর ধামরাই প্রেসক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খলিলুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাবের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯ টি পদের জন্য ১৬ জন প্রার্থী নিবাচনে অংশগ্রহণ করেন,মোট ভোটার সংখ্যা ৩১ জন।
সভাপতি হিসাবে মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার পেয়েছেন(১৭) ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কালের কণ্ঠের আবু হাসান পেয়েছেন (১৪)ভোট। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত আমার সংবাদের আব্দুল কাদের পেয়েছে (২৩)ভোট প্রতিদ্বন্দ্বী দৈনিক ইনকিলাবের ধামরাই প্রতিনিধি আনিস উজ জামান স্বপন পেয়েছে (৮) ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত আলোকিত বাংলাদেশের শওকত হোসেন সৈকত পেয়েছেন (২০) ভোট প্রতিদ্বন্দ্বী মোহনা টেলিভিশনের ধামরাই প্রতিনিধি আব্দুল আহাদ বাবু পেয়েছে(১১) ভোট।
সহ সভাপতি হিসাবে নির্বাচিত এশিয়ান টিভির মোস্তাফিজুর রহমান বকুল (১৬)ভোট এবং প্রতিদ্বন্দ্বী নয়া শতাব্দীর চৌধুরী গোলাম কিবরিয়া স্বপন (১৫)ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত দৈনিক খবরপত্রের মোঃ ওয়াসিম (১৮)ভোট প্রতিদ্বন্দ্বী আজকের বসুন্ধরার সারোয়ার হোসেন(১৩) ভোট। অর্থ সম্পাদক পদে নির্বাচিত আনন্দ টিভির মোহাম্মদ মাসুদ সরদার (২৩) ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী গণকন্ঠের মঞ্জুর রহমান পেয়েছেন (৮) ভোট।
প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশের খবরের মোঃ মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।কার্যকরী সদস্য খবরের আলোর জাকির হোসেন (৩০) ভোট , ভোরের পাতার আব্দুল হালিম (২০)ভোটে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বী মিলন সিদ্দিকী (১২)।
নির্বাচনের প্রধান সমন্বয়কারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল হোসেন নব নির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন,আমরা আশা করছি নির্বাচিত সকল নেতৃবৃন্দ প্রেস ক্লাবের উন্নয়ন,সকল সদস্যদের পরষ্পরের সহযোগি হিসেবে কাজ করবে। নির্বাচনে সকল সাংবাদিক,উপজেলা প্রশাসন,রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সকলের সহযোগিতায় এমন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়েছে।
সময় জার্নাল/এলআর