সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদী বেলাব থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কে লাল মিয়া পাম্পের সামনে সকাল আনুমানিক ৬ ঘটিকায় এক বৃদ্ধ সড়ক দূর্ঘটনায় নিহত।
লাল মিয়া পাম্প এলাকার বাসিন্দা মো. আসাদ মিয়া সংবাদকর্মীকে মুঠোফোনে জানান, হঠাৎ ভোরে ফজর নামাজ পড়ে দোকান খোলার সময় দেখি এই বৃদ্ধের লাশটি মহাসড়কে পড়ে রয়েছে। লাশটি দেখে আমরা সবাই আতংকিত হয়ে যাই। আশেপাশের কেউ লোকটিকে সনাক্ত করতে পারেনি। তাৎক্ষনিক ভৈরব হাইওয়ে থানার পুলিশের নিকট খবর দিলে হাইওয়ে থানার পুলিশ এসে লাশটিকে দেখে গাড়িতে করে নিয়ে যায়।
সি.এন.জি চালক কাউসার আহমেদ তার বক্তব্যে বলেন, ভৈরব হাইওয়ে থানার পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে ৬৫ বৎসরের বৃদ্ধের লাশটি তারা দেখে তদন্ত শুরু করে। পরিচয় না পাওয়ায় ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ প্রায় ঘন্টাখানিক ঘটনাস্থলে আশেপাশের লোকজনের কাছে ব্যক্তির পরিচয় জানতে চাইলে কেউ সনাক্ত করতে পারেনি। পরে লাশটি থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ভৈরব থানার হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা সফর উদ্দিন ঘটনাটির বিষয় নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদেরকে জানান, এই ৬৫ বৎসরের বৃদ্ধের পরিচয় জানা যায়নি। তাই আপনারা বিভিন্ন সোস্যাল মিডিয়ায় বিষয়টি প্রচার করেন। উক্ত ব্যক্তির পরিচয় পাওয়া গেলে সংশ্লিষ্ট থানায় ০১৮৮২৪৩৭৬৭৬ এই নাম্বারে ফোন করে জানাবেন।
বর্তমানে বৃদ্ধের লাশটি থানায় পড়ে আছে বলে জানা যায়। পরিচয় না মিললে অজ্ঞাত লাশ হিসেবে আইনীয় প্রক্রিয়া শেষে দাফন করা হবে।
সময় জার্নাল/এলআর