নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (নোবিপ্রবিডিএস) কর্তৃক আয়োজিত জাতীয় বিতর্ক উৎসব'২১ এর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে "রক্তাক্ত বিপ্লব" শীর্ষক উক্ত বিতর্ক উৎসব তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।
২০ মে (বৃহহস্পতিবার) সন্ধ্যা ৬.৪০ মিনিটে রিপোর্টিং এর মাধ্যমে অনলাইন প্লাটফর্ম ডিস্কোর্ডে প্রতিযোগিতাটির প্রথম পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। টিম রোলকল, ইকুয়িটি ব্রিফিং, এজকোর ব্রিফিং, ম্যাচআপ এবং মোশন রিলিজের পর শুরু হয় মূল বিতর্ক।
আজকের মোশন হচ্ছে, "এই সংসদ উন্নয়নশীল দেশ হিসেবে তাদের ছাত্রদের বিদেশে উচ্চতর শিক্ষার খরচ বহন করবে এই শর্তে যে, তারা লেখাপড়া শেষে সারাজীবন দেশে কাজ করবে"।
আগামী ২১ শে মে উক্ত বিতর্ক উৎসবের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে এবং ২২ শে মে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল পর্ব।
উল্লেখ্য যে, "শিকল ভাঙ্গার কন্ঠস্বরের অনুনাদ "- এ স্লোগানকে সামনে রেখে এ বিতর্ক উৎসবের আয়োজন করা হয়। এতে সরকারি ও বেসরকারি ২৮ টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩২ টি বিতর্ক দল অংশগ্রহণ করে যেখানে বিতার্কিকের সংখ্যা প্রায় ১০০। সম্পূর্ণ প্রতিযোগিতায় ২৪ জনের মূল বিচারক পর্ষদ এবং ৬০ জন বিচারক প্যানেল থাকবে।
সময় জার্নাল/এমআই