ফাহিম হোসেন, ইউনিভার্সিটি করেসপনডেন্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৬ জন গবেষক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এম. ফিল. ডিগ্রি অর্জন করেছেন আরও ১৪ জন।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় উপাচার্য আখতারুজ্জামানের সভাপতিত্বে এ ডিগ্রি প্রদান করা হয়।
পিএইচ.ডি. ডিগ্রি প্রাপ্তরা হলেন নৃবিজ্ঞান বিভাগের অধীনে আব্দুল খালেক মো. দৌলত খান ও রিয়াজ বিন সাঈদ, ক্লিনিক্যাল ফার্মেসী এন্ড ফার্মাকোলজি বিভাগের অধীনে মোছা. চাঁদ সুলতানা খাতুন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে আফরিনা শারমিন, পদার্থ বিজ্ঞান বিভাগের অধীনে শরিফা নাছরীন, ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের অধীনে মো. আব্দুস সাত্তার, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে নাদিয়া বেগম, আরবী বিভাগের অধীনে মুহাম্মদ আবু ইউসুফ খান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে আফরোজা আজিজ সূচনা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে মো. আবু হানিফ, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে আশরাফুন নাহার, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধীনে খালেদ মাহমুদ, ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে সৈয়দা ইসরাত নাজিয়া, ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধীনে মো. জোবায়ের আলম এবং ফলিত গণিত বিভাগের অধীনে মো. মারুফ হাসান ও মো.ইনামুল করিম ।
এম.ফিল. ডিগ্রি প্রাপ্তরা হলেন বাংলা বিভাগের অধীনে তামান্না কবীর ও রহিমা খাতুন, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মুজ্জাম্মিল হক, আরবী বিভাগের অধীনে মো. মোহিব্বুল্লাহ আজাদ ও মো. আবদুল হান্নান, সংগীত বিভাগের অধীনে মৃদুলা সমদ্দার, সমাজবিজ্ঞান বিভাগের অধীনে মুজিব আহম্মদ পাটওয়ারী, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের অধীনে খালেদা আক্তার, মার্কেটিং বিভাগের অধীনে মো. তৌহিদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে আক্তার জাহান রুবী, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে মৌসুমী আফরিন ইভা ও মোহসিনা করিম, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধীনে মো. সাজ্জাদ চৌধুরী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে আয়েশা চৌধুরী।
এমআই