ইউনিভার্সিটি করেসপনডেন্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুঠোফোন চুরি করতে গিয়ে শিক্ষার্থীদের হাতে এক নারী আটক হয়েছেন।
মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে এই নারী। তার থেকে ৯টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ তিনি চুরির সাথে যুক্ত বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সঞ্চিতা গুহ জানান, 'মেয়েটি তার নাম শারমিন আক্তার সুমি বলে জানিয়েছে। ক্যাম্পাসে মুঠোফোন চুরির কথা সে স্বীকার করেছে। চুরির পর এগুলো নিউমার্কেটের এক ব্যক্তির কাছে বিক্রি করে। তবে সে ব্যক্তির নাম বা পরিচয় কিছুই জানা যায়নি। কিছুক্ষণ পরপর কথা পরিবর্তন করার কারণে তার কোন কথাই বিশ্বাসযোগ্য নয়। আমরা তাকে শাহবাগ থানায় হস্তান্তর করবো।'
উদ্ধারকৃত মুঠোফোন সম্পর্কে তিনি জানান, 'শিক্ষাথীরা উপযুক্ত প্রমাণ দিয়ে তাদের ফোন নিয়ে যাচ্ছে। আমরা তাদের আইডি কার্ড রেখে দিচ্ছি।'
ঘটনাস্থলে উপস্থিত ইংরেজি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রিয়াজ জানান, দুইদিন আগে ভিসি চত্বর থেকে আমার বন্ধুর মোবাইল চুরি হয়ে যায়। আমরা সিসিটিভি চেক করার জন্য আইসিটি সেলে আবেদন করি। পরে এরকম বোরকা পরা একজনকে শনাক্ত করি। এরপর থেকে আমরা ভিসি চত্বরে নিয়মিত ঘোরাফেরা করি এবং অনুসন্ধান চালাই। আজ দুপুরে একই বোরকা পরা এই মেয়েকে দেখে আমাদের সন্দেহ হয় এবং তার উপর নজর রাখি। একসময় সে একজন শিক্ষার্থীর ব্যাগের চেইন খুলতে গেলে 'আমরা তাকে হাতে নাতে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসি। তার কাছে নয়টি ফোন পাওয়া গেছে। ফোনগুলো সে আজকে চুরি করেছে বলে স্বীকার করেছে।'
এমআই