কাউছার আহমেদ, নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) পরিবেশবাদী সংগঠন 'আরণ্যক' এর যাত্রা শুরু হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ক্যাম্পাসে যাত্রা শুরু করেছে সংগঠনটি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাহানা রহমান ও কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. পীযুস কান্তি ঝাঁ।
এ সময় কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইআইএসের পরিচালক ও প্রক্টর অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমডি মাসুদ রহমান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মোহাইমিনুল ইসলাম, শিক্ষা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. শামছুল আরেফিন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক সঞ্জয় কুমার আচার্য্য এবং বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহরিয়ার নাসের। এছাড়াও সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃক্ষপ্রেমী ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সরদার মাহমুদুল হাসান দুর্জয়সহ বেশ কয়েকজন শিক্ষার্থীর হাত ধরে পরিবেশবাদী এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে।
এমআই