শাহীন হাসনাত :
শহীদ মাওলানা ইকবাল হোসেন আপনি আমাদের ক্ষমা করুন।
আমরা এতো হেকমত করি যে কারা হেফাজতে মৃত্যু নিয়েও কিছু বলিনা।
হায়! নির্ধারিত হায়াতের আগে আর কে মারবে আমাদের? জালিমের সাথে আপোষরফায় কেউ কি কখোনো জীবনের মেয়াদ বাড়াতে পারে? গুম'র ভয়ে প্রতিবাদ ভুলে গেছি।
সাজানো বিচারে খুন শুরু তো করেছে আগেই। আর এখন বিচার ছাড়াই রিমান্ড আর কারা হেফাজতে মৃত্যুকে নিয়তি বানিয়ে দিয়েছে। এতো পাপের ভার আর কতোটা সইবে স্বদেশ! সত্য বললে জীবন থাকবেনা আর চুপ থাকলে ঈমান থাকবেনা।
জীবন-মৃত্যুর এমন দোলাচলে আমরা যেন ঈমান নিয়েই তোমার সাথে মিলিত হতে পারি সেই ফরিয়াদটাই কবুল করো প্রভু।
লানত সেই ঘাতকের জন্য যে নিজের ক্ষমতা, মেয়াদ ও প্রতাপের জন্য হত্যা ও মৃত্যুকেই নেশায় পরিণত করেছে।
প্রিয় জন্মভূমি যখন ঘাতকের উল্লাস মঞ্চে পরিণত, তখন এই বধ্যভূমির চেয়ে বরং আল্লাহ মালিক আমরা তোমার কাছেই ফিরে যেতে চাই।
তোমার ক্ষমা ও করুণার চাদরই যেন হয় আমার দু'প্রস্থ কাফন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, মুহম্মদ সাঃ তারই বান্দা ও রাসুল।
লেখক : সিনিয়র সাংবাদিক।