শামীম হোসাইন রিগান, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সদর উপজেলায় ফেরদৌস শেখ অনিক নামের এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকার একটি ডোবা থেকে অটোরিকশা চালক ফেরদৌস শেখ অনিকের লাশ উদ্ধার করে পুলিশ বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আবীর মো. হোসেন।
নিহত অটোরিকশা চালক ফেরদৌস শেখ অনিক (১৬) পিরোজপুর জেলার কাউখালী উপজেলার মেঘপাল এলাকার মন্টু শেখের ছেলে।
নিহতের মামা মামুন শেখ জানান, অনেক তার মামার বাড়ি পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় থেকে অটোরিকশা চালাতো। সোমবার সকালে ভাড়ায় চালিত একটি অটোরিকশা নিয়ে সে বাড়ি থেকে বের হয়।
পরে রাতে আর বাড়িতে যায়নি। এরপর আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিলেও তারা অনিকের কোনো সন্ধান না পেয়ে পিরোজপুর হাসপাতালে ও নাজিরপুর হাসপাতালে খুঁজতে থাকে। পরে ঝনঝনিয়া এলাকায় একটি লাশ পাওয়া গেছে এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে অনিকের লাশ সনাক্ত করে।
তারা ধারণা করছে অটোরিশাটি ছিনতাই করার জন্যই অনিককে হত্যা করে রাস্তারপাশে ডোবায় ফেলে রেখে হত্যাকারীরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মো. হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল পুলিশ সুপার পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সময় জার্নাল/এলআর