ফাহিম হোসেন, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট:
মতিঝিলে জামাত শিবিরের মিছিল ও 'শিক্ষাঙ্গনে বিশৃঙ্খল পরিবেশ' তৈরীর অভিযোগ তুলে ঢাকা ইউনিভার্সিটি (ঢাবি) প্রোগ্রেসিভ স্টুডেন্টস ফোরামের ব্যানারে মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ করেন তারা। এর আগে মৌলবাদী শক্তির উত্থানের প্রতিবাদে শাহবাগ থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মশাল মিছিল করেন করা হয়।
এতে ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় যেকোনো ক্রান্তিলগ্নে জাতির জন্য কাজ করে, তা এই শিক্ষার্থীরা আবারও প্রমাণ করেছে। বর্তমানে একটি মৌলবাদী গোষ্ঠীর উত্থান হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার অনুকূল পরিবেশ ধ্বংস করার লক্ষ্যে যারা ছাত্র কনভেনশনের নামে ছাত্র হত্যার টিকেট নিতে চায় তারা আবার জড়ো হচ্ছে।'
তিনি আরও বলেন, 'আজকে সকালে জামায়াত শিবির একটি বিক্ষোভ মিছিল করেছে মতিঝিলে। সেখানে তারা ছাত্রদলসহ সমমনা একটি দেশ বিরোধী চক্র নিয়ে জানান দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের জন্য একটি খারাপ দিন হতে যাচ্ছে। বিএনপির সরাসরি মদদে ছাত্রদলকে ভেঙে তারা ছাত্র কনভেনশন করছে। সারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রহত্যা ও ত্রাসের রাজনীতি করার লক্ষ্যে তারা টার্গেট নিয়ে এ কাজ করছে।'
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ইউসুফ তুহিন বলেন, বাংলাদেশের কোনো স্থানে যদি স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠীর আস্ফালন দেখা যায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের প্রগতিশীল শিক্ষার্থীরা এর প্রতিবাদ করবে। এদেশে কোনো ধর্মভিত্তিক সংগঠনের কার্যক্রম চলতে পারে না। আমরা চাই সাম্প্রদায়িক দলগুলোকে নিষিদ্ধ করা হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল প্রগতিশীল সাধারণ শিক্ষার্থীদের আহবান জানাই যেখানেই এদের( জামায়াত-শিবির) দেখেবেন এদের রুখে দিবেন। যেখানেই এদের আস্ফালন জয় বাংলা বলে রুখে দিতে হবে।
প্রোগ্রেসিভ স্টুডেন্টস ফোরামের আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য পারিশা মেহজাবিন বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে অরাজকতা-সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করা জামায়াত শিবিরের ঐতিহাসিক রাজনৈতিক রুচি। বিভিন্ন সময়ে এদেশের মৌলবাদীরা দেশবিরোধী ষড়যন্ত্র করেছে, মাথাচাড়া দিয়ে উঠেছে। আজ মতিঝিলে জামায়াত শিবির -মৌলবাদীরা একটি মিছিল করেছে যা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাধারণ শিক্ষার্থী ও প্রগতিশীল শিক্ষার্থীদের জন্য আশঙ্কার একটি বিষয়।
এতে ছাত্রলীগের হল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআই