শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সিংড়াসহ জেলা জুড়ে নানা আয়োজনে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বৃহস্পতিবার, অক্টোবর ১২, ২০২৩
সিংড়াসহ জেলা জুড়ে নানা আয়োজনে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:

শোভাযাত্রা , সমাবেশ ও কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরের সিংড়াসহ জেলা জুড়ে পালন করা হয়েছে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী । 

বৃহস্পতিবার সকালে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মাঠে সমাবেশে মিলিত হয়।

এ সময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার শ্রমিকদের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিতে সক্ষম হয়েছে বলেই শ্রমিকরা আর্থিক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও শ্রমিকদের মূল্যায়ন করতেন, ভালবাসতেন। তার বক্তব্যে সেই স্বীকৃতিও তিনি দিয়ে গেছেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান ইমামসহ অন্যরা ।

এছাড়া দিবসটি উপলক্ষে নাটোর সদর সহ প্রতিটি উপজেলায় নানা কর্মসূচি পালন করা হয়েছে। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল