নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা থেকে গুলশানস্থ আমেরিকান ক্লাবে এ বৈঠক শুরু হয়। বিএনপির একটি সূত্র বিষয়টি সমকালকে নিশ্চিত করে।
বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনীতি ও অর্থনীতিবিষয়ক ডেপুটি কাউন্সিলর আর্তুরো হাইন্স উপস্থিত ছিলেন।
তবে বিএনপি বা যুক্তরাষ্ট্র দূতাবাস—কোনো পক্ষ থেকেই ওই বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।
এদিকে মার্কিন প্রাক–নির্বাচনী পর্যবেক্ষক দল এখন ঢাকা সফর করছে। গত শনিবার এই দল ঢাকায় এসেছে। আজই মার্কিন এই দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধিদল ঢাকা সফরের সময়ে এরই মধ্যে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেছে। গত সোমবার মার্কিন দলের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন মির্জা ফখরুল ইসলাম।
আজ বিএনপি নেতা মির্জা ফখরুল বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে।
এমআই