ফাহিম হোসেন, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট:
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাস বিইউপির ইকোনমিকস ক্লাব আয়োজিত জাতীয় পলিসি মেকিং 'পোম্যাক ৪.০' প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
গতকাল (১১ অক্টোবর) বুধবার বিইউপিতে আয়োজিত ফাইনালে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের দল 'সেল নং ১২' চ্যাম্পিয়ন হয়। বিজয়ী শিক্ষার্থীরা হলেন নাফিস আহমেদ, রিদওয়ান উল্লাহ মুহসিন, খান মারজান হোসেন, ও ওয়াসিমা বিনতপ হোসাইন।
গত ১ অক্টোবর বিউপিতে জাতীয় পলিসি প্রতিযোগিতা শুরু হয়। ফাইনালে ৬ টি দল খাদ্যের মূল্য নিয়ন্ত্রণ নিয়ে ৬ টি পলিসি প্রদান করে। বিজয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দলটি।
চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জিজ্ঞাসা করা হলে রিদওয়ান উল্লাহ মুহসিন বলেন, 'বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইন্সটিটিউটের সঙ্গে প্রতিযোগিতা করার অভিজ্ঞতা অসাধারণ ছিল। যে পরিমাণ পরিশ্রম আমরা করেছি তার সুন্দর ফল পেয়ে ভালো লাগছে। ভবিষ্যতেও পলিসি মেকিং নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে।'
এমআই