শামীম হোসাইন রিগান:
পিরোজপুর-গোপালগঞ্জ-ঢাকা সড়কের পাশে ঝালকাঠিতে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন সময় আজ বৃহস্পতিবার (১২ অষ্টোবর) মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, দেশের উন্নয়নের বর্ণনা করতে গেলে ঘণ্টার পর ঘণ্টা লাগবে।
তিনি বলেন, ‘আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে শেখ হাসিনা যেখানে নিয়ে যাচ্ছেন এটা যাদের বোঝার ক্ষমতা নেই; সেই নির্বোধদের বোঝাবার চেষ্টা করে লাভ নেই। পিরোজপুরে একটি আধুনিক পাসপোর্ট অফিস হবে এটা আমরা স্বপ্নেও ভাবিনি।’ ‘এই উন্নয়ন সম্ভব হয়েছে রাজনৈতিক স্থিতিশীলতার কারণে। তিনি (শেখ হাসিনা) না থাকলে দেশ আবার ১০ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হত।’
উদ্বোধনী অনুষ্ঠানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোশারফ হোসেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। ১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ৪ কোটি সাড়ে ৭২ লাখ টাকা ব্যয়ে ২৫ শতাংশ জমির ওপর ৫তলা ফাউন্ডেশনে ৩ তলা ভবনটি নির্মাণ করা হয়েছে।
এমআই