মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে 'স্ক্রিনিং জীবন বাঁচায়' এ প্রতিপাদ্যে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে গোলাপি সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩অক্টোবর) সকাল ১০টায় স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের আয়োজনে পৌর শহরের তমাতলা মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীর সামনে গিয়ে শেষ। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন ক্যান্সার বিশেষজ্ঞ ও সমন্বয়কারী ডা.হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, ঢাকা কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট-সিওসির চেয়ারম্যান মোসাররত জাহান সৌরভ, সিইও ইকবাল মাহমুদ ও সদস্য শওকত মাহমুদ, হিলের প্রতিষ্ঠাতা সদস্য জেবুনন্নেসা, রোটারিওয়ান সৈয়দ আফতুজ্জামান, প্রশিকার স্বাস্খ্য ও প্রতিবন্ধিতা বিষয়ক কর্মসূচীর সহকারি পরিচালক মো.মহসিন, ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা.এম আবু তাহের প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, স্তন ক্যান্সার নিরব ঘাতক। প্রতি বছর বাংলাদেশে প্রায় ১৩হাজার নারী ক্যান্সারে আক্রান্ত হয়। প্রতি বছর প্রায় ৮হাজার নারী মারা যায়। আক্রান্তের তুলনায় মৃত্যুহার অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতার অভাব, নারীদের সংকোচবোধ আর দেরীতে চিকিৎসকের কাছে যাওয়ার কারনে এ রোগে মারা যায় বেশি। বাংলাদেশে সার্বিকভাবে ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল ও ব্যয়বহুল। স্তন ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক অবস্থায় নির্ণয় ও ক্যান্সার স্ক্রিনিং এর কোন জাতীয় কর্মকৌশল, কর্মপরিকল্পনা ও কর্মসূচি নেই।
এ সময় সাধারন মানুষের সচেতনা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করেন। পরে তাঁরা সচেতনতা বৃদ্ধির জন্য সরিষাবাড়ি উপজেলার উদ্দেশ্যে রওনা হয়।
এমআই