এহসান রানা, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সংলগ্ন ফরিদপুরের মধুখালী উপজেলার পূর্ব-গোন্দারদিয়া এলাকায় অবস্থিত ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লি: এর অফিসের সামনে সোমবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক আটটার দিকে একটি বড় আকারের বেল গাছ বনবিভাগের অগোচোরে রাতের আধারে কেঁটে ফেলেছে মধুখালী বিদ্যুৎ বিভাগ। এ ঘটনা নিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার বনবিভাগ মধুখালী অঞ্চলের বিএম মো. আজমল আলী শেখ জানান,আমি রাতে খবর পেয়ে ঘটনা স্থলে আসলে গাছ কাটায় নিয়োজিত কর্মীরা পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে চলে এলে তারা রাতে পুনরায় গাছটি কেটে ফেলেন।
তিনি আরো জানান, মঙ্গলবার সকালে এসে আমি গাছের অর্ধেক অংশ পড়ে থাকতে দেখি। ১৫-২০ বছর বয়সের এ বেল গাছটিতে প্রচুর বেল ধরতো। গাছটির আনুমানিক মূল্য ১৫হাজার টাকা হবে।
এ বিষয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লি: মধুখালী অঞ্চলের আবাসিক প্রকৌশলী জানান, গাছটি মরে যাওয়ায় এবং পাশে থাকা বিদ্যুৎ লাইন ও ট্রান্সফর্মার উপর পড়ে ক্ষতি হওয়ার আশংকায় বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে গাছটি কাটা হয়েছে। রাতে নয় বিকাল থেকে গাছটি কাঁটতে রাত হয়ে গিয়ে ছিল। তবে বনবিভাগের কাউকে বিষয়টি জানানো হয়নি।
এমআই