মেহরাজ হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
কাল থেকে শুরু হতে যাওয়া শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাঠে থাকছে। পূজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলিট ফোর্সের বিশেষ চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোলিং ইতোমধ্যে চালু হয়েছে।
এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর বিরুদ্ধে এ্যাকশন নিতে প্রস্তুত থাকবে বিশেষ টিম। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
র্যাব জানায়, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা, ফেনী, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাকি রাখতে ইতোমধ্যে বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) থেকে আগামী ২৪ অক্টোর দশমীর দিন বিসর্জন পর্যন্ত সব ধরণের গুজব রোধে র্যাবের বিশেষ টিম মাঠে থাকবে।
র্যাব আরো জানায়, চট্টগ্রামে ২ হাজার ১৭৫টি পূজা মন্ডপের মধ্যে গুরুত্বপূর্ণ ৩৭৫টি মন্ডপে বিশেষ নিরাপত্তা প্রদানের জন্যে সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে তারা। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ালে তাদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ টিমও নিয়োজিত থাকবে।
চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ জানান, চট্টগ্রাম জেলায় মোট ২ হাজার ১৭৫টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। এখানে সরকারের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সাথে একাধিক বৈঠক করেছে। র্যাবের উদ্যোগটি সাধুবাদ পাওয়ার দাবি রাখে। প্রযুক্তিগত দিক দিয়ে র্যাব বেশ আধুনিক।
তারা কাজ করলে যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব। আমরা আশা করছি এবারের পূজা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখোর পরিবেশে উদযাপিত হবে।
সময় জার্নাল/এলআর