মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

ফিলিস্তানি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে হাতীবান্ধায় বিক্ষোভ মিছিল ও দোয়া

শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩
ফিলিস্তানি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে হাতীবান্ধায় বিক্ষোভ মিছিল ও দোয়া

শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় ইমাম কল্যাণ সংস্থা ও সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে ফিলিস্তানি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২০ অক্টোবর) জুম্মার নামাজের পর উপজেলার  মেডিকেল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটের সামনে এসে থেমে যায়। পরে সেখানে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

হাতীবান্ধা উপজেলা ইমাম কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা ইমাম কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন, ছাত্রনেতা শাকিলুজ্জামান শাকিলসহ উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা।

এ সময় বক্তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং সেই সাথে মুসলিমদেরকে ইসরায়েলি সকল পণ্য বর্জন করার আহ্বান জানান।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করা হয়।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল