স্পোর্টস ডেস্ক:
মাংসপেশির চোটে থাকা সাকিব আল হাসান খেলবেন কিনা তা নিয়ে সংশয় দূর হলো না এবারও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক জানালেন, গতকাল রোববারের অনুশীলনে খারাপ কিছু অনুভব করেননি তিনি। তবে খেলতে পারবেন এটাও নিশ্চিত করলেন না এখনই। আজকের অনুশীলনের উপরই নির্ভর করছে সব।
আগের দিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রায় ঘণ্টাখানেক ব্যাট করলেও রানিং করেননি সাকিব। আজ সোমবার ম্যাচের আগের দিন জানান, তার ফিটনেস পরীক্ষা বাকি আছে। এই ফিটনেস পরীক্ষার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রানিং।
সংবাদ সম্মেলনে শুরুতেই এই ব্যাপারে প্রশ্ন হলে তিনি বলেন, 'গতকাল যখন অনুশীলন করেছি, কোনো কিছু (অস্বস্তি) অনুভব করিনি। নেতিবাচক কোনো কিছু অনুভব করিনি। আজও অনুশীলন করব। যদি সব কিছু ঠিকঠাক থাকে আশা করি, তাহলে ফিট ইনশাআল্লাহ।'
শতভাগ ফিট না হলেও খেলবেন কিনা এই প্রশ্ন করা হলে সাকিব উল্টো জানতে চান, 'ফিটনেসের প্যারামিটার আসলে কী?'
এদিনের ফিটনেস পরীক্ষার পরই সাকিবের খেলার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে, 'হ্যাঁ, আজকের ফিটনেস পরীক্ষা (শেষে বোঝা যাবে)। ব্যাটিংয়ে গতকালকে কোনো সমস্যা হয়নি। মনে হয় না আজকেও কোনো সমস্যা হওয়ার কথা। রানিং করা হয়নি, রানিং করে দেখা হবে। যদি রানিংয়ে কোনো সমস্যা না থাকে তাহলে আলহামদুল্লিাহ (খেলতে পারব)।'
ভারতের বিপক্ষে বাংলাদেশের আগের ম্যাচে না খেলতে পারা নিয়ে বামহাতি তারকা অলরাউন্ডার জানান, 'একটু তো অস্বস্তি লাগছিলই। ওই শতভাগ (ফিটনেস ছিল না তবে)… ভালো অবস্থানে আমি ছিলাম। সঙ্গে এটা একটু গুরুত্বপূর্ণ ছিল যে আমি ওই ম্যাচটা খেলতে গিয়ে বাকি পাঁচটা ম্যাচ যাতে মিস না করি বা এক-দুই ম্যাচ মিস না করি… সেই ঝুঁকি নিয়ে (খেলিনি)।'
এমআই