ফরিদপুর প্রতিনিধি : সারাদেশে চলছে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল। নিরাপত্তাজনিত কারণে ফরিদপুর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোন যানবাহন। তবে শহরে চলাচল করছে ছোট-মাঝারি ধরণের যানবাহন। সবমিলিয়ে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে হরতাল।
আজ রোববার সরেজমিন ঘুরে দেখা যায়, শহরে খোলা রয়েছে স্থানীয় দোকানপাট। রাস্তায় চলছে অটোরিক্সা, পায়ে চালিত রিকশা, ছোট পিকআপ, ট্রাক ও ভ্যান। নিরাপত্তার কারণে বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাসগুলো। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আদালত পাড়া, বাসস্ট্যান্ড, জনসমাগম স্থানসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কঠোর নজদারি রাখা হয়েছে।
এদিকে বিএনপি-জামায়াতের ডাকা হরতালে তাদের কোন নেতা-কর্মীকে শহরের কোথাও দেখা যায়নি।
ফরিদপুরের কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এম এ জলিল সময় জার্নালকে বলেন, আমরা হরতালের জন্য যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি। কোন দলের নেতা কর্মী বা কেউ যদি কোন ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড করে তা কঠোরভাবে প্রতিহত করা হবে ।
এসজে/আরইউ