মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে বিএনপির নিরুত্তাপ সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালসহ দু'জনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৯ অক্টোবর-২০২৩) দিনাজপুরে সকাল-সন্ধ্যা হরতালের দিনাজপুর থেকে দূরপাল্লার ও আন্তঃ জেলা বাস চলাচল বন্ধ থাকলেও শহরে অটোরিকশা চলাচল অনেকটা স্বাভাবিক ছিল। তবে সকালের দিকে শহরে অটোরিকশা চলাচল কিছুটা কম থাকলেও বিকেলের দিকে এ সংখ্যা বেড়ে যায়।
এছাড়া হরতালের সময় বেশীরভাগ দোকানপাট বন্ধ ছিল। তবে দুপুরে পর দোকানপাট খোলে দেয়া হয়। এছাড়া হরতালে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর উপস্থিতি অন্যদিনের তুলনায় কিছুটা কম ছিল বলে জানান গেছে।
এদিকে হরতাল চলাকালে সকালে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালসহ একদল নেতাকর্মী উপস্থিত হলে পুলিশ নেতাকর্মীদেরকে কার্যালয় ত্যাগ করতে বলে।
পরে দলের সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জাল হোসেন দুলালসহ বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বের হয়ে যায়।
দলীয় কার্যালয় থেকে বের হয়ে চলে যাওয়ার সময় দিনাজপুর সদর হাসপাতাল মোড়ে পৌছঁলে সেখান থেকে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালকে আটক করে ডিবি পুলিশ। এছাড়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মজিবুর রহমান মজিদকে আটক করেছে পুলিশ। বিকেলে আদালতের মাধ্যমে জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দিনাজপুরে হরতাল চলাকালে বিএনপির নেতাকর্মীদের কোথাও কোন মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি।
অপরদিকে দিনাজপুরে হরতালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ তৎপর ছিল। শহরের বিভিন্ন মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পলিশ মোতায়েন ছিল। পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যও মোতায়েন ছিল।
অপরদিকে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাসুনিয়াপট্টিস্থ দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। শান্তি সমাবেশ থেকে হরতালের নামে বিএনপি- জামায়াতের নৈরাজ্য প্রতিহতের আহ্বান জানানো হয়। সমাবেশে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সময় জার্নাল/এলআর