সময় জার্নাল প্রতিবেদক :
বিশ্ব হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ দিবস ২০২১ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগ ও বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত বৈজ্ঞানিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, মানব দেহের জন্য রক্তচাপ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং উচ্চ রক্তচাপ হলো সারা শরীরের রোগ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে অনেক দিন বেঁচে থাকা সম্ভব। করোনা ভাইরাসের আক্রান্ত কোনো কোনো রোগীর রক্তচাপ হঠাৎ বেড়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার কোনো কোনো রোগীর রক্তচাপ অনেক বেশী থাকছে, আবার কোনো কোনো রোগীর রক্তচাপ অনেক কম যাচ্ছে। কেনো এমন হচ্ছে এই বিষয়ে গবেষণা করা জরুরি।
শুক্রবার (২১ মে) রাতে আয়োজিত ওয়েবিনারে উপাচার্য তার বক্তব্যে গবেষণার সাথে সাথে গবেষাণা লব্ধ ফলাফল জার্নালে প্রকাশের উপরেও গুরুত্বারোপ করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রদানের কথা উল্লেখ করেন। এবারে দিবসটি প্রতিপাদ্য হলো “আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, নিয়ন্ত্রণ করুন, দীর্ঘজীবী হোন।
ভারচুয়ালি অনুষ্ঠিত এই বৈজ্ঞানিক সম্মেলনে চেয়ারপার্সন ছিলেন দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী। সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান। সম্মেলনে ভারতের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জ্যোতির্ময় পাল মূল্যবান মতামত প্রদান করেন।
বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান।
গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন অধ্যাপক ডা. এম এ রশীদ, অধ্যাপক ডা. ফজলুর রহমান, অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহম্মেদ, অধ্যাপক ডা. কাজী তারিকুল ইসলাম, অধ্যাপক ডা. মোঃ হারিসুল হক, সহযোগী অধ্যাপক ডা. জাহানারা আরজু, সহকারী অধ্যাপক ডা. রসুল আমীন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. দীপল কৃষ্ণ অধিকারী।