রুহুল সরকার, রাজীবপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ ও উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে শামীম কে এবং আজ বুধবার সকালে সোহেল রানাকে আটক করে রাজীবপুর থানা পুলিশের একটি দল।
পুলিশ বলছে নাশকতা অভিযোগে তাদের আটক করা হয়েছে।
তবে আটককৃতদের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা বলছে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ তাদের আটক করেছে।তারা কোন নাশকতার সাথে জড়িত নয়।
দুই জনকে আটকের সত্যতা নিশ্চিত করে করেছেন রাজীবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাহারুল ইসলাম।
পুলিশ জানায়, নাশকতার অভিযোগে পুরো উপজেলায় পুলিশের অভিযান চলছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ মোজাহারুল ইসলাম আরও বলেন, নাশকতার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে একজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে অপরজনকেও জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এমআই