জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকির রেদোয়ান, সোহরাওয়ার্দী হলের ছাত্রদল নেতা নাহিদুজ্জামান, জোহা দল ছাত্রদল নেতা জাকির হোসেন।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা যায়, বেলা ১১টায় জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত সারাদেশে তিনদিনের অবরোধ কর্মসূচি পালন করছিলেন ছাত্রদলের ২০-২৫ জন নেতাকর্মী। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান সোহাগের নেতৃত্বে ১৫ টি মোটরসাইকেল যোগে প্রায় ৩০-৩৫ জন নেতাকর্মী অতর্কিত হামলা চালায়। এসময় ছাত্রদলে তিন নেতাকে তুলে নিয়ে ক্যাম্পাসের প্রশাসন ভবনের সামনে বেধড়ক মারধর করেন তারা।
এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মিঠু বলেন, বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে আজকের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনের সময় ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডাররা দেশীয় চা পাতি রামদা রড দিয়ে হামলা করে এবং ছাত্রদলের ৪ জন কে তুলে নিয়ে যায়। এমন কাপুরোষিত হামলার আমরা নিন্দা জানাই।
রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব বলেন, বিএনপি-জামায়াতের ছাত্রসংগঠন বিগত কিছুদিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আসছে। তাদেরকে প্রতিহত করতে ক্যাম্পাসে আমরা অবস্থান নিয়েছি। আজ সকালেও ছাত্রদলের কতিপয় উশৃঙ্খল ক্যাডার বাহিনী ক্যাম্পাসে এসে শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছিল। এসময় আমরা তাদেরকে প্রতিহত করেছি।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।
এমআই