মো: ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি :
"পুলিশ জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুমি" এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত হয়। পুলিশ লাইন্স গেট থেকে একটি র্যালি বের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। পরে জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
জামালপুরের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, অতিরিক্ত জেলা প্রশাসক শীতেষ চন্দ্র সরকার, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র, সহ-সভাপতি মির্জা সাখাওয়াত আলম মনি, জিএসএম মিজানুর রহমান, প্রবীণ সাংবাদিক মোস্তফা বাবুল, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ পুলিশ এখন দেশের মানুষের প্রধান ভরসাস্থলে পরিণত হয়েছে। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম মাধ্যম হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করছে। পুলিশের কাজে সহযোগিতা ও অপরাধ সচেতনতা তৈরিতে বাল্য বিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী নির্যাতন, শিশু নির্যাতন, যৌতুক নিরোধ ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিসহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তারা বিভিন্ন দিক নির্দেশনা দেন।
আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদান রাখার জন্য দুই জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআই