এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
"পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই স্লোগান কে সামনে রেখে নানা আয়োজনে ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং জেলা শাখার উদ্যোগে পুলিশ লাইনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার পুলিশ পুলিশ লাইন মাঠে গিয়ে শেষ হয়। এসময় র্যালীতে জেলা প্রশাসক, পুলিশ বিভাগ ও কমিউনিটি পুলিশিং এর সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে পুলিশ লাইন মাঠ সংলগ্ন মঞ্চে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ কে অপরাধ মুক্ত রাখতে পুলিশ-জনতা সকল কে এক যোগে কাজ করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসার আহবান জানান।
পুলিশ সুপার মোঃ শাহজাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, প্রফেসর(অব) শাহজাহান প্রমুখ।
এর আগে পুলিশ লাইনের মধ্যে অথিতিরা বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির কার্যক্রম শুরু করে।
এমআই