তথ্যপ্রযুক্তি ডেস্ক:
হোয়াটসঅ্যাপ বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। একের পর এক নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেটার মালিকানাধীন সাইটটি।
ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতেই নতুন সব ফিচার যুক্ত করছে তারা।
ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য নানান ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত চ্যাট লকড করে রাখা যায়। এমন ফিচার হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে অনেকদিন আগেই।
এবার এই গোপন চ্যাট আরও বেশি গোপন রাখতে পারবেন। হোয়াটসঅ্যাপ লক করা কথোপকথনের জন্য একটি গোপন কোড ফিচার চালু করার জন্য কাজ করছে।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো জানিয়েছে, অ্যাপটি বর্তমানে একটি নতুন ফিচার চালু করার প্রক্রিয়ায় রয়েছে, যা ব্যবহারকারীদের তাদের লক করা চ্যাটগুলো লুকানোর ক্ষমতা প্রদান করবে।
বর্তমানে লক করা চ্যাটের তালিকা অ্যাক্সেস করার জন্য এন্ট্রি পয়েন্টটি চ্যাট তালিকায় ধারাবাহিকভাবে দৃশ্যমান হয় যখনই অন্তত একটি সুরক্ষিত কথোপকথন থাকে। ফলে ফোন অ্যাক্সেসসহ যে কারও কাছে লক করা কথোপকথন বিদ্যমান।
নতুন ফিচার চালু করার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের কাছে প্রবেশের পয়েন্টটি সরিয়ে ফেলার এবং অনুসন্ধান বারে একটি গোপন কোড প্রবেশ করে লক করা চ্যাটের তালিকা প্রকাশ করার বিকল্প থাকবে।
ফলে যে কেউ আপনার চ্যাট দেখতে পারবে না।
সময় জার্নাল/এলআর