শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

পর্যটক শহরের মানুষের কাছে স্বপ্নের মতো নতুন রেলপথ

রোববার, নভেম্বর ৫, ২০২৩
পর্যটক শহরের মানুষের কাছে স্বপ্নের মতো নতুন রেলপথ

জেলা প্রতিনিধি:

দোহাজারী থেকেই দক্ষিণে প্রায় ১০১ কিলোমিটার রেলপথ গিয়ে পৌঁছেছে পর্যটক শহর কক্সবাজার পর্যন্ত। স্বাভাবিকভাবে তাই এই অঞ্চলের মানুষের কাছে নতুন রেলপথ হয়ে এসেছে স্বপ্নের মতো করে।

চট্টগ্রাম থেকে কক্সবাজারে প্রথমবারের মতো ট্রেন যাচ্ছে আজ রোববার (৫ নভেম্বর)। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগে নতুন নির্মিত দোহাজারী-কক্সবাজার রেলপথ পরিদর্শনের জন্য এই ট্রেন চালানো হচ্ছে। এর মাধ্যমে নতুন নির্মিত এই রেললাইন যাচাই করে দেখছেন পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা।

প্রায় নব্বই বছর ধরে দেশের সর্ব দক্ষিণের রেলওয়ে স্টেশনের নাম ছিল দোহাজারী স্টেশন। তাই মানুষের মুখে মুখে এটির নামই হয়ে যায়- ‘আখেরি স্টেশন’! চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অবস্থিত স্টেশনটি আর শেষ স্টেশন নয়। দোহাজারী স্টেশন পার হলেই পর শঙ্খ নদ। সেই নদের পরেই শুরু সাতকানিয়া উপজেলা।

প্রায় ৬০ বছর বয়সী এই ব্যবসায়ী বলেন, রেললাইন শুধু আমাদের যোগাযোগে গতি আনেনি, ব্যবসা-বাণিজ্যের প্রসারও ঘটাবে। এতদিন গাড়ি দিয়ে কক্সবাজারে যেতে হতো। কিন্তু সড়ক সরু হওয়ায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এখন সেই ঝুঁকি থেকে আমরা মুক্তি পাব।

অবিভক্ত আসাম রেলওয়ে ১৯২৯-৩১ সালে পূর্বাঞ্চলীয় রেল কর্ত‍ৃপক্ষ চট্টগ্রাম শহর থেকে দোহাজারী পর্যন্ত দীর্ঘ ৪৭ কিলোমিটারের এ রেলপথ নির্মাণ করে। এরপর কেটে যায় সুদীর্ঘ ৯০ বছর। দক্ষিণে অবশেষে বাড়ল রেলপথের দৈর্ঘ্য।

সকাল ৯টা ২মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে এই ট্রেন কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটিতে সরকারি রেল পরিদর্শক রহুল কাদের আজাদ, রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলামসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীরা আছেন। ট্রেনটিতে আটটি বগি রয়েছে। বিভিন্ন স্টেশন, হাতি পারাপারের করিডোরসহ রেলপথ পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন কর্মকর্তারা।

পরিদর্শন অধিদফতর ছাড়পত্র দিলে নতুন রেলপথটি ট্রেন চলাচলের জন্য উপযোগী বলে বিবেচনা করা হবে। এরপর ট্রায়াল রান (পরীক্ষামূলক চলাচল) ও আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু করতে পারবে। ১১ নভেম্বর এই রেললাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২টা ৪০ মিনিটে ট্রেনটি এসে পৌঁছায় চকরিয়া স্টেশনে। সেই স্টেশনে কয়েকশ মানুষ অপেক্ষা করেন ট্রেন দেখতে। সবার মুখেই একটাই কথা, অপেক্ষার অবসান হলো অবশেষে। এবার শুধু যাত্রা শুরুর পালা।

দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার লাইনের মধ্যে মোট প্রকল্পের কাজ ৯২ শতাংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রায় ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটির কাজ ২০১৮ সালে শুরু হয়।

আগামী বছরের জুন পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ থাকলেও তার আগে আগামী ডিসেম্বরের দিকে পুরোপুরি কাজ শেষ হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ডিসেম্বরের দিকে বাণিজ্যিক ভিত্তিতে এই রুটে ট্রেন চলাচল শুরু হতে পারে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল