নিজস্ব প্রতিবেদক:
বিএনপি ও জামায়াতে ইসলামীসহ কয়েকটি বিরোধী দলের ডাকা অবরোধ চলাকালে রাজধানীর বাংলামোটর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন।
এই কর্মকর্তা বলেন, বঙ্গবন্ধু পরিবহনের যাত্রীবাহী বাসটিতে আগুন দেওয়ার পর যাত্রীরা দ্রুত নেমে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে বলে জানান এরশাদ হোসাইন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি উত্তরা থেকে গুলিস্তানের দিকে যাচ্ছিল। বাংলামোটর সিগন্যাল পার হওয়ার পর পেছন থেকে বাসটি দাউদাউ করে জ্বলতে থাকে।
এর আগে বিকেলে রাজধানীর মিরপুরে আগুন থেকে অল্পের জন্য রক্ষা পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীবাহী একটি বাস। শিক্ষার্থী ও পুলিশের তৎপরতায় বাসে আগুন দিতে ব্যর্থ হয় দুর্বৃত্তরা।
ঘটনার বর্ণনা দিয়ে ডিএমপির মিরপুর বিভাগের দারুসসালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাসুক মিয়া বলেন, বাঙলা কলেজের সামনে বিআরটিসি একটি দোতলা বাসে আগুন দেওয়ার চেষ্টা হয়েছিল। বিষয়টি টের পেয়ে যাত্রী ও পুলিশের তৎপরতায় ঠেকানো গেছে। আগুনে বাসের একটি সিট পুড়েছে। তেমন বড় ক্ষতি হয়নি। বাসে অল্প কিছু যাত্রী ছিল। এই ঘটনায় কেউ আটক নেই। বাসটি ছেড়ে দেওয়া হয়েছে।
এমআই