নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সঙ্গে সংলাপের আর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটিকে সন্ত্রাসী আখ্যায়িত করে বলেছেন, এমন সন্ত্রাসী দলের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।
রোববার (৫ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে তিনি বলেন, ‘সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ হতে পারে না। সংলাপের পার্ট শেষ হয়ে গেছে। একসময় বলেছিলাম- শর্ত তুলে নিলে সংলাপ হতে পারে, সেই সময় শেষ।’
বিএনপি ক্ষমতাসীন আওয়ামী লীগকে ফাঁদে ফেলতে চেয়েছিল, কিন্তু এটা করতে গিয়ে দলটি নিজেরাই ফাঁদে পড়েছে বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আন্দোলন নিজেরা করছে, নিজেদের আন্দোলন নিজেরাই ভন্ডুল করছে। সেদিন তারা নিজেরাই নিজেদের আন্দোলনকে বন্ধ করেছে। আমাদেরকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেরা ফাঁদে পড়েছে।’
বিএনপি নেতাদের রাজনীতির জন্য নয়, অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘যে বড় নেতারা আটক হয়েছে, তারা একজনও কী দায় এড়াতে পারবে? পুলিশ হত্যা থেকে শুরু করে সাংবাদিকদের ওপর আক্রমণ। পুলিশের ওপর আক্রমণ, বাস পুড়িয়ে হেলপার মারা, হাসপাতালে গিয়ে হামলা চালানো, এসব দায় মির্জা ফখরুলসহ কেউ কি এড়াতে পারে? যদি বিচারের কাঠগড়ায় তাদের দাঁড় করানো হয়, একজনও এড়াতে পারে না। নেতাদের নির্দেশে এসব অপকর্ম হয়েছে। সন্ত্রাস হয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমীর খসরু আওয়ামী লীগকে কখনো বঙ্গোপসাগরে ফেলে, কখনো কর্ণফুলীতে ফেলে, আবার কখনো বুড়িগঙ্গায় ফেলে, এখন নিজে কোথায় গেছে? খবরই নেই।’
অবরোধে বিজিবি মোতায়েন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের মানুষের নিরাপত্তার জন্যই বিজিবি মোতায়েন করা হয়েছে। বিএনপির থাবা থেকে রক্ষার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। বিএনপির নেতাকর্মীরাই ভয়ে আছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি এবং জমা দেওয়া হবে। যারা মনোনয়ন সংগ্রহ করবে তাদের ৫০ হাজার টাকা করে জমা দিতে হবে। কবে থেকে শুরু হবে সেটা পরে জানানো হবে। কেউ অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করতে চাইলে সে সুযোগও আছে বলে জানান কাদের।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কেন্দ্রীয় কমিটির উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।
এমআই